published on August 2025

২০২৫ সালে বাংলাদেশের ই-কমার্স খাত ব্যাপকভাবে বিকাশ লাভ করেছে। ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের বৃদ্ধি অনলাইন কেনাকাটাকে আরও জনপ্রিয় করেছে। সম্প্রতি বিজনেস ইন্সপেকশন বিডি দেশের শীর্ষ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে।সম্প্রতি বিজনেস ইন্সপেকশন বিডি বাংলাদেশের শীর্ষ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে।

১. দারাজ বাংলাদেশ (Daraz Bangladesh)

মাসিক ভিজিটর (আনুমানিক): ৮৬,০০,০০০ জন।  

দারাজ বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স মার্কেটপ্লেস। এখানে ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্স, কসমেটিকসসহ প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায়। এটি মূলত আলিবাবা গ্রুপের মালিকানাধীন এবং বাংলাদেশে ২০১৫ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। দারাজ বিভিন্ন ক্যাম্পেইন ও ফ্ল্যাশ সেলের মাধ্যমে কম দামে পণ্য কেনার সুযোগ দেয়। এছাড়া, এর অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে সহজেই কেনাকাটা করা যায়। ক্যাশ অন ডেলিভারি, মোবাইল ব্যাংকিং, ও ক্রেডিট কার্ড পেমেন্টসহ নানা সুবিধা থাকায় এটি গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়।

২. চালডাল (Chaldal)

মাসিক ভিজিটর (আনুমানিক): ২৩,০০,০০০ জন।

চালডাল বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন গ্রোসারি স্টোর। এটি ২০১৩ সালে চালু হয় এবং দ্রুত মুদি পণ্য সরবরাহের জন্য পরিচিত। এখানে নিত্যপ্রয়োজনীয় মুদি সামগ্রী, ফলমূল, সবজি, মাছ-মাংস, ডেইরি পণ্য, শিশুখাদ্যসহ বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে চালডাল তাদের ডেলিভারি নেটওয়ার্ক বিস্তৃত করেছে। সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি থাকায় এটি ভোক্তাদের কাছে খুবই জনপ্রিয়। বিশেষ করে ব্যস্ত মানুষদের জন্য এটি একটি বড় সমাধান।

৩. সাজগোজ (Shajgoj)

মাসিক ভিজিটর (আনুমানিক): ২২,০০,০০০ জন।

সাজগোজ মূলত কসমেটিকস ও বিউটি প্রোডাক্টের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে বাংলাদেশের বৃহত্তম অনলাইন বিউটি স্টোরগুলোর মধ্যে একটি। সাজগোজের ওয়েবসাইট ও অ্যাপে দেশি-বিদেশি ব্র্যান্ডের স্কিন কেয়ার, মেকআপ, পার্সোনাল কেয়ারসহ বিভিন্ন ধরনের প্রসাধনী পাওয়া যায়। এছাড়া, তারা সৌন্দর্য বিষয়ক টিপস, ব্লগ ও ভিডিও কন্টেন্টও প্রকাশ করে যা গ্রাহকদের পণ্য ব্যবহারে সহায়তা করে। বাংলাদেশে অনলাইন কসমেটিকস কেনার জন্য এটি অন্যতম সেরা প্ল্যাটফর্ম।

৪. রকমারি (Rokomari)

মাসিক ভিজিটর (আনুমানিক): ১২,০০,০০০ জন।

রকমারি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন বুকস্টোর বা লাইব্রেরী। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি মূলত বই বিক্রির জন্য পরিচিত হলেও, এখন এখানে স্টেশনারি, ইলেকট্রনিক্স, একাডেমিক নোটবুকসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়। রকমারি তাদের নিজস্ব ডেলিভারি সিস্টেমের মাধ্যমে দেশের যেকোনো জায়গায় দ্রুত বই পাঠিয়ে থাকে। শিক্ষার্থী ও বইপ্রেমীদের জন্য এটি সবচেয়ে নির্ভরযোগ্য অনলাইন বুকশপ। ক্যাশ অন ডেলিভারি, বিকাশ ও অন্যান্য ডিজিটাল পেমেন্ট অপশন থাকার কারণে এটি ক্রেতাদের জন্য সহজ ও সুবিধাজনক।

৫. পিকাবু (Pickaboo)

মাসিক ভিজিটর (আনুমানিক): ৪,৮০,০০০ জন।

পিকাবু মূলত ইলেকট্রনিক্স ও গ্যাজেট কেনার জন্য জনপ্রিয়। ২০১৬ সালে যাত্রা শুরু করা এই ই-কমার্স সাইটে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, হেডফোন, গেমিং এক্সেসরিজসহ বিভিন্ন গ্যাজেট পাওয়া যায়। পিকাবু তাদের ফাস্ট ডেলিভারি সার্ভিসের জন্য পরিচিত, যেখানে নির্দিষ্ট শহরগুলিতে ২৪ ঘণ্টার মধ্যে পণ্য সরবরাহ করা হয়। এছাড়া, ইএমআই সুবিধা, ক্যাশ অন ডেলিভারি ও সহজ রিটার্ন পলিসি থাকায় এটি অনেক গ্রাহকের পছন্দ।

৬. অথবা ডটকম (Othoba.com)

মাসিক ভিজিটর (আনুমানিক): ৫,৫১,০০০ জন।

অথবা ডটকম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম। এখানে ফ্যাশন, ইলেকট্রনিক্স, স্বাস্থ্যসেবা, গৃহস্থালী পণ্য ও লাইফস্টাইল পণ্য পাওয়া যায়। এটি ট্রান্সকম গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান হওয়ায় গ্রাহকরা এর বিশ্বস্ততার ওপর ভরসা করতে পারেন। অথবা ডটকম তাদের দামের প্রতিযোগিতামূলক নীতি ও মানসম্মত পণ্য সরবরাহের জন্য পরিচিত।

৭. প্রিয়শপ (Priyoshop)

মাসিক ভিজিটর (আনুমানিক): ১,৫১,০০০ জন।  

প্রিয়শপ মূলত ফ্যাশন ও লাইফস্টাইল প্রোডাক্টের জন্য পরিচিত। এখানে ছেলেদের ও মেয়েদের পোশাক, এক্সেসরিজ, কসমেটিকস, গ্যাজেটসহ অনেক কিছু পাওয়া যায়। এই প্ল্যাটফর্মটি সাশ্রয়ী মূল্যের পণ্য সরবরাহ করে এবং আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে।

৮. আজকের ডিল (AjkerDeal)

মাসিক ভিজিটর (আনুমানিক): ৮৪,১০০ জন।

আজকের ডিসকাউন্ট ও সাশ্রয়ী দামের ডিলের জন্য পরিচিত। এখানে ইলেকট্রনিক্স, গ্যাজেট, ফ্যাশন ও গৃহস্থালী পণ্য পাওয়া যায়। এটির অনলাইন মার্কেটপ্লেস মডেল অনেক ব্যবসায়ীকে তাদের পণ্য বিক্রি করার সুযোগ দেয়।

৯. বাংলা শপার্স (BanglaShoppers)

মাসিক ভিজিটর (আনুমানিক): ১,০৫,০০০ জন। 

বাংলা শপার্স মূলত বিউটি ও স্কিন কেয়ার পণ্যের জন্য জনপ্রিয়। এটি আন্তর্জাতিক ব্র্যান্ডের কসমেটিকস এবং স্কিন কেয়ার পণ্য অফার করে। পাশাপাশি নিত্যপ্রয়োজনী পণ্যও এখানে পাওয়া যায়। 

১০. সিনদাবাদ (Sindabad)

মাসিক ভিজিটর (আনুমানিক): ৭৯,৩০০ জন।

সিনদাবাদ মূলত কর্পোরেট এবং অফিস সরঞ্জামের জন্য পরিচিত। এখানে অফিস সাপ্লাই, ইলেকট্রনিক্স ও শিল্প-কারখানার প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। সম্প্রতি মুদি সামগ্রী এবং হেলথ আইটেম নিয়েও প্লাটফর্মটি কাজ করছে। 

 

আপনি জানলে অবাক হবেন, জার্মানির রিসার্চ ফার্ম স্ট্যাটিস্টার মতে, ২০১৯ সালে বাংলাদেশের ই-কমার্স মার্কেটের পরিমাণ ছিল প্রায় ১ বিলিয়ন। কিন্তু ২০২৫ সালের মাথায় এর পরিমাণ ৮ বিলিয়ন ডলারে দাঁড়াবে অনুমাণ করেছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ আমাদের দেশে ই-কমার্স মার্কেট ঝড়ের গতিতে বাড়ছে। তাই, এক্সপার্টদের মতে এখনই উপযুক্ত সময় ই-কমার্স বিজনেস শুরু করার। ই-কমারাইজড আইটি ইনস্টিটিউট থেকে আমরা শেখাচ্ছি এডভান্সড ই-বিজনেস কোর্স। একটি ই-কমার্স বিজনেস শুরু করার জন্য ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে মেটা মার্কেটিং, ড্রপ-শিপিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সোর্সিং এন্ড সেলিং সবকিছুই আমরা অন্তর্ভুক্ত রেখেছি এই কোর্সটিতে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফ্রি ই-বিজনেস সেমিনারে রেজিস্ট্রেশন করুন। 

 

ফ্রি ই-বিজনেস সেমিনার রেজিস্ট্রেশন লিংক। 

সাজিদ আল মাহমুদ 

লেখক পরিচিত: আসসালামু আলাইকুম। আমি সাজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স শেষ করেছি। প্রায় চার বছর হলো লেখালেখির সাহতে জড়িত আছি। দৈনিক প্রথম আলোফাইনানশিয়াল এক্সপ্রেস বিডি-সহ বেশ কিছু পত্রিকায় লেখালেখির অভিজ্ঞতা আছে। যেকোনো জিজ্ঞাসায় আমাকে মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়। ধন্যবাদ।